আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে আজকের নতুন নিউজ করতে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকের নিউজ টি ব্যক্তিগতভাবে করেছেন আমাদের সবারই জানা শোনা ব্যক্তি বাবু ভাই তাই সম্পূর্ণ নিউজটি ক্রেডিট বাবু ভাইকে দেওয়া হল তো চলুন শুরু করি আজকের নিউজ এর মূল পর্বে।
সৌদি আরবে দেখা যায় বেশিরভাগ বেনামি মোয়াচ্ছাছা গুলি সৌদি নারীদের নামে বাণিজ্যিক নিবন্ধের সুযোগ নিয়েছে, যা বিদেশীদের দ্বারা পরিচালিত হচ্ছে সৌদি আরবের দেশটির আইন বিষয়ক মন্ত্রীট জারি করা আইন লঙ্ঘন করে। যা সৌদি আরবের চোখে একেবারি বেয়াইনী।
মধ্যপ্রচ্যের সব ছেয়ে প্রভাব শালি দেশ সৌদি আরবের বাণিজ্য মন্ত্রনালয়ের মুখপাত্র আবদুর রহমান আল হুসেন এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন।
সৌদি পরিসংখ্যান হিসেবে দেখা যায় যে মধ্যপ্রচ্যের দেশটিতে মহিলাদের নামে বাণিজ্যিক নিবন্ধনে বেনামি ব্যবসা সৌদি আরবে খুবি বেশি হয়।
এ বিষয়ে নিয়ে সৌদি বাণিজ্য মন্ত্রনাল'য়ের একজন মুখপাত্র বলেছেন যে সৌদির নারীরা বাণিজ্যিক ভাবে তাদের নিজেদের নামে নিজ নিবন্ধ করণ গুলি ব্যবহার করা শুরু করেন সে টার সম্পর্কে সৌদির নারীরা কিন্তু পুরোপুরি সচেতন না হয়ে।
এ বিষয়ে তাদের সৌদি নারীদের কে আরো অনেক বেশী সচেতন হওয়া উচিত বলে তিনি এমন টাই জানান।
এ বিষয় টি নিয়ে গত মঙ্গলবার ১৮ আগষ্ট সৌদি মন্ত্রিসভা একটি নতুন আইন পাস করেছে, যা সৌদি আরবে থাকা বেনামি যত ব্যবসায়িক মামলার আসামি আছে সব আসামিদের কঠোর থেকে কঠোর শাস্তির বিধান করবে। অপরাধীদের কে পাঁচ (০৫) বছরের কারাদণ্ড এবং ৫০ লাখ সৌদি রিয়াল জরিমানা করার বিদান করা যেতে পারে।
বিশেষ নোটিশঃ সৌদিতে আমাদের অনেক বাংলাদেশি প্রবাসী আছেন যারা কিনা অনেক মহিলা কফিলের নামে ব্যবসা করে থাকেন , তাদের নিজের নিরাপত্তার জন্য এখন থেকে সাবধান হতে হবে কারন সৌদি সরকারের কঠিন নিতি মালার কারনে ।