প্রবাস নিউজঃ মালয়েশিয়াতে ২৭ জন প্রবাসী কে গ্রেপ্তার করল মালয়েশিয়ান পুলিশ। বিস্তারিত পড়ুন



মালয়েশিয়ার বিভিন্ন শহর থেকে কয়েকদিনের অভিযান চালায় পুলিশের বিশেষ অভিযানের মধ্য দিয়ে ২৭ জন   (অভিবাসীকে) প্রবাসী শ্রমিক অধিবাসী কে গ্রেফতার করেছে মালয়েশীয় পুলিশ গ্রেফতারকৃত দের মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া নেপাল ভারত এবং বাংলাদেশের সহ মোট 27 জন প্রবাসী নাগরিক।

মালয়েশিয়াতে ২৭ জন প্রবাসী কে গ্রেপ্তার করল মালয়েশিয়ান পুলিশ।



এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানা যায় যে 27 জন মালয়েশিয়াতে থাকা অবৈধ অভিবাসীকে কে বিভিন্ন জায়গায় আজ কয়েকদিন ধরে পুলিশের অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।

এই বিষয়টি নিয়ে আরো জানা যায় যে গত বৃহস্পতিবার এবং শুক্রবার ও শনিবার এ কুয়ালালামপুরের কোটাদম না ক্লাং সহয় থেকে  বিভিন্ন পুলিশের অভিযানের মাধ্যমে এদেরকে গ্রেফতার করা হয়।
 গ্রেফতারকৃতদের পাসপোর্ট  না থাকার কারণে সবাইকে দোষী সাব্যস্ত করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন নেপাল ভারত ইন্দোনেশিয়া এবং বাংলাদেশের কিছু নাগরিক রয়েছে এ তালিকার ভিতরে তবে মালয়েশিয়ান পুলিশ এ ব্যাপারে নির্দিষ্ট কোনো এখনো তথ্য দেয়নি তাদের থেকে এখনো বলা হয়নি আসলে কোন দেশের কতজন নাগরিক। এ ২৭ জনের নেয়া হয়েছে তাদেরকে পুত্রজায়া ইমিগ্রেশন এর ভিতর ডিটেনশন এর একটি সেন্টারে সবাইকে একসাথে রাখা হয়েছে।

মালয়েশিয়ান পুলিশ থেকে বলা হয়েছে গ্রেফতারকৃত যে ২৭ জন রয়েছে তাদেরকে ১৪ দিনের জন্য রিমান্ডে দেওয়া হবে এরা সবাই মালয়েশিয়ার বিতরে বেয়াইনী  কাজে লিপ্ত থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

পুলিশ এসব অভিযান চালিয়ে এদের কাছ থেকে একটি আলগা গাড়ি, দুইটি কম্পিউটার, এবং প্রিন্টারে দুটি ইউনিট, ও ১৭৭ টি বিদেশি পাসপোর্ট, জব্দ করেছেন তাদের থেকে।


মালয়েশিয়ান দেশে দিন দিন এখন অভৈদ সংখ্যক বিপুল পরিমানের শ্রমিক বেড়ে যাচ্ছে বিষয়টি মালয়েশিয়ান সরকারের নজরে এসেছে এবং মালয়েশিয়ান সরকার এ বিষয়ে খুবই কঠোর অবস্থানে রয়েছেন।

 বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পুলিশকে  অভিযান চালানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং কোন যদি অধিবাসী এইসব অভিযানে দরা পড়েন তখন তাদেরকে সরাসরি দেশে এবং মালয়শিয়াতে যাতে আর পিরে আসতে না পারে সে বিষয়েও একটা বিল পাস করতে যাচ্ছে মালয়েশিয়ান সরকার।

 তবে যদি বিষয়টি এমন হয় তাহলে সেখানে থলা আঅনেক বাংলাদেশে খুবই বিপদে পড়ে যাবে মালয়েশিয়াতে এখনো বাংলাদেশি অভাবে রয়েছে যদি সরকারের ঘোষণা দিবে তাহলে অনেক শ্রমিক মালয়েশিয়া করতে পারবে না যার ফলে সবাই বিপদে পড়বে।


Post a Comment (0)
Previous Post Next Post