দীর্ঘদিন ধরে সৌদি আরবে বাংলাদেশীদের কে অপহরণ করে মুক্তিপণ দাবি করা চক্রটি থেকে 3 বাংলাদেশী সদস্যকে গ্রেপ্তার করেছেন সৌদি আরব পুলিশ, সদস্যা গুলি দীর্ঘদিন ধরে নানা কায়দা করে প্রবাসী বাংলাদেশীদের কে অপহরণ করে পরে তাদের পরিবারের থেকে মুক্তিপণ আদায় করত অনেক সময় তাদের মুক্তিপণ দিতে দেরি হলে তাদেরকে মারধর ও করতো।
বাংলাদেশি প্রবাসী অপহরণ চক্রের 3 সদস্য কে গ্রেফতার করল সৌদি আরবের পুলিশ,
গোপন সূত্রে জানা যায় সৌদিতে বাংলাদেশী প্রবাসী একজনকে অপহরণ করে অনেক দিন ধরে আটকে রাখা হয়েছিল, অপহরণকৃত ওই প্রবাসী লোকটির বাড়ির লো'কের সাথে যোগাযোগ করে তাদের থেকে অনেক বড় অঙ্কের টাকা আদায় করেছিল এই চক্রটি, পরে তাকে মুক্তি দেওয়া হয়েছিল। সৌদি পুলিশ এই সূত্রটি ধরে অনেকদিন চেষ্টার করে, ফলে বাংলাদেশী তিন সদস্যকে গ্রেফতার করেতে সক্ষম হয়েছেন সৌদি আর'বের পুলিশ।
পসংখ্যঃ আরো আগে থেকে প্রায়ই সময়ে শোনা গিয়েছিল সৌদি আরবে বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন শহর থেকে প্রবাসী বাংলাদেশীরা অনেক সময় হারিয়ে যেত চক্রটি তাদেরকে আটক করে রেখত, যেসব এলাকা তে মানুষের চলাফেরা একদম খুবই কম সেই সব এলাকাতেই সেই সব জায়গাতে আটককৃতদের কে রাখা হতো, পরে তাদের পরিবারের সাথে যোগাযোগ করাতে বাধ্য করতো বিকা'শের মাধ্যমে তাদের মুক্তি পাবার পর তাদেরকে মারধর করত এবং শারীরিক নির্যাতন করতো।
এই বিষয়টি নিয়ে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের অনেক আগে থেকে অনেক অভিযোগ দিয়ে আসছেন বর্তমানে অনেক অভিযোগ ও জমা হয়ে আছেন।
সৌদি পুলিশের মাধ্যমে বাংলাদেশ দূতাবাস এই বিষয়ে অনেক সময় অনেক জায়গায় অভিযান চালিয়েছেন।
অভিযানটি ধারাবাহিক ভাবে চলার কারণে সৌদি আরবের পুলিশের মাধ্যমে 3 বাংলাদেশি অপহরণকারীকে আটক করতে সক্ষম হয়েছেন। এ চক্রটির সাথে সৌদি আরব এর নাগরিক ভারতের নাগরিক ও বাংলাদেশের নাগরিক জড়িত থাকার ব্যাপারে আরো আগে থেকে অনেক গণমাধ্যমে উঠে এসেছেন।
এরা সবাই এক সময় একেক সময় একেক জায়'গায় একেক মানুষের সাথে পরিচয় হয় তাদের সরলতার সুযোগ নিয়ে তাদেরকে যেকোনো জায়গায় নিয়ে গিয়ে নির্জন জায়গায় রাখতো, পরে তাদের পরিবারের সাথে কথা বলাতে বাধ্য করতো এবং মোটা অংকের মুক্তিপণ দাবি করত মুক্তিপণ না দিলে তাদেরকে মারধর করতো। অপকর্মটি সৌদি আরবে আগে থেকে চালিয়ে আসছিল তারা বিভিন্ন সূত্র ধরে এই তিন অপহরণকারীকে আটক করেছে সৌদি আরব পুলিশ এবং বাকিদের আটক করার জন্য পুলিশের বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে।
রিয়াদের পুলিশের মুখপাত্র অন্য এক খবরে জানিয়েছেন বাংলাদেশী চক্রের মোটা অংক সহ 17 জন জুয়াড়ি কে একদিনে গ্রেপ্তার করেছেন সৌদি আরব পুলিশ....