আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন প্রবাস নিউজ এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক ও শুভেচ্ছা আমাদের নিউজটি দেখার জন্য নিউজ এর হেডলাইন দেখেই বুজেছেন আজকের নিউজটি কি নিয়ে হতে যাচ্ছে চলুন সে বিষয়ে বিস্তারিত জেনে নিন পুরো নিউজটি পড়ে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল।
প্রতিবেদন সৌদি গেজেটেরঃ
-রিয়াদ - এক নামে যাকে বলা হয় সৌদির দুটি পবিত্র মসজিদের রক্ষক, সৌদির রাজা সালমান সোমবার গভীর রাতে দেশটিতে একটি আদেশ জারি করেছিলেন, সৌদির যৌথবাহিনীর কমান্ডার ফাহাদ বিন তুরকি বিন আবদুলাজিজ এবং আল-জউফ অঞ্চলের ডেপুটি প্রিন্স আব্দুলাজিজ বিন ফাহাদ বিন তুরকি বিন আবদুলাজিজ সহ কয়েক জন উচ্চপরিষের কর্মকর্তাদের বরখাস্ত করেছেন , দুর্নীতির অভিযোগে।
এখন বর্তমানে তাদের সবাইকে সৌদিতে দায়িত্ব সকল কাজ/ কর্ম থেকে তাদের দায়িত্ব থেকে মুক্তি দেওয়া হয়েছে এবং তাদের প্রতিরক্ষা মন্ত্রকের সাথে যুক্ত দুর্নীতির মামলাগুলি সৌদি আরবের নিয়ন্ত্রণ ও দুর্নীতি দমন কর্তৃপক্ষকে (নাজাহায়) প্রেরণ করা হয়েছে। তাদের থাকা সকল কিছু সৌদি সরকার এর নজর দারিতে থাকবে।
নতুন করে এখন জেনারেল ফোর্স কমান্ডারের কাজ পরিচালনা করার জন্য জেনারেল স্টাফের ডেপুটি চিফ লেফটেন্যান্ট জেনারেল মুত্তালক বিন সালাম বিন মুতালাক আল-আজিমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। (তিনি এখন থেকে এসব দায়িত্ব পালন করবেন)।
এবং অন্যান্য আরো কয়জন কর্ম কর্তাগণ যাদের নাজাহাকে প্রেরণ করা হয়েছে তারা হলেন: মুহাম্মদ বিন আবদুল করিম বিন মুহাম্মদ আল-হাসান, ইউসুফ বিন রাকান বিন আল-ওতাইবী, ফয়সাল বিন আবদুল রহমান বিন মুহাম্মদ আল-আজলান এবং মুহাম্মদ বিন আলী বিন মুহাম্মদ আল-খলিফা।
আপনারা যারা নিউজটি দেখলেন যদি ভালো লাগে তাহলে ফেসবুকে শেয়ার করে অন্যদের কেও দেখার সুযোগ করে দিন।
আর নিউজটিতে যদি কোন ভুল তুটি হয় তাহলে আমাদের ক্ষমার দির্শটিতে দেখবেন।
সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অন্য কে ও সুস্থ রাখুন।
নতুন নতুন নিউজ দেখতে ভিজিট করুন আমাদের সাইট।
সব সময় আমরা প্রবাস এর নিউজ দিয়ে থাকি।
সবার আগে আমাদের নিউজ গুলো WhatsApp সবার আগে পেতে যোগ দিন।