সৌদি আরবের আজকের ৪টি বড় গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিত পড়ুন

 

সৌদি আরবের সর্বশেষ সংবাদ

-আসসালামুয়ালাইকুম www.Probasnews.com এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি  স্বাগতম আজের খবরের আলোচনা'য় রয়েছে সৌদি আরবের চারটি বড় গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিত।

পুরো নিউজটি ভালো বাবে পড়ে বিস্তারিত জেনে নেবার অনুরোধ রইল।


সৌদি আরব থেকে পাওয়া আজকের চারটি গুরুত্বপূর্ণ খবরের প্রথমে রয়েছে সৌদি গেজেট পত্রিকার খবরে জানানো হয়েছে সৌদি আরবে ০১ লাখ ২০ হাজার বছরের পুরনো প্রাণী ও মানুষের পায়ের চিহ্ন এর সন্ধান পাওয়া গেছে। 

সৌদি আরবের দেশটির তাবুক অঞ্চলের শুকিয়ে যাওয়া একটি প্রাচীন লেকের ৪র পাশে এই সব চিহ্ন আবিষ্কার করেছে সৌদির আন্তর্জাতিক বিশেষজ্ঞ টিম 

আল নাপুদা প্রান্তরে প্রাকৃতিক রিদ ছিল সেখানে প্রচুর পরিমাণে নানা রকমের প্রাণী বসবাস করত ৬০ জন মানুষের পায়ের ছাপ পাওয়া যায় এবং ১৬০ টি উটের চাপ রেকর্ড করা হয়েছে ৪৩ টি হাতের চিহ্ন খুঁজে পাওয়া গেছে আল-আরাবিয়া তথ্য অনুযায়ী সংস্কৃতিমন্ত্রীর রাজপুত্র বন্দর বিন আব্দুল্লাহ বিন ফারহান এর উপস্থিতিতে আনুষ্ঠানিক কনফারেন্সে ঐতিহাসিক আবিষ্কারের ঘোষণা দেয়া হয়েছে।

সৌদি আরবের সর্বশেষ সংবাদ

সৌদি থেকে পাওয়া আজকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর টি হল মধ্যপ্রাচ্যে শান্তি ও সৌহার্দ্য ও সম্প্রীতি রক্ষায় সৌদি আরব তার নিতিতে সব সময়ের মতোই অটল রয়েছে। 

- এই সহর/ অঞ্চলের শান্তি শৃঙ্খলা এবং স্থিতি'শীলতা বিনষ্ট করে এমন কোন অপচেষ্টা কে সৌদি সরকার বরদাস্ত করা হবে না বলে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সৌদি'র মন্ত্রিসভা। 

-দেশটিতে বুধবার এক অনলাইনে মন্ত্রিপরিষ'দের এক বিশেষ সভায় সৌদি আরবের  বাদশাহ সালমান বিন আব্দুলাজিজ এই কথা বলেন। 

সৌদির সংবাদ সংস্থা "এসপিএ" এর তথ্য অনুযায়ী সৌদির মন্ত্রিপরিষদ ফিলিস্তিনি জনগণের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে।

সৌদি আরবের সর্বশেষ সংবাদ

সৌদি থেকে পাওয়া আজকের তৃতীয় গুরুত্বপূর্ণ খবরটি হলো সৌদি গেজেট পত্রিকার খবরে জানানো হয়েছে আজ বৃহস্পতিবার সন্ধায় সৌদির হামিস মুসাইয়াত এলাকার নাগরিক ও বেসামরিক নাগরিক দের লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে প্রতি বিদ্রোহীরা সৌদি আরবের মুখপাত্র কর্নেল তুর্কি আল-মালিকি জানিয়েছেন হুতিদের চালানো ড্রোন হামলা টি ধ্বংস করা হয়েছে এতে কারো কোন প্রকার ক্ষয়ক্ষতি হয়নি।

সৌদি আরবের সর্বশেষ সংবাদ

সৌদি থেকে পাওয়া আজকের চতুর্থ গুরুত্বপূর্ণ খবরটি হলো সর্বশেষ করোনা ভাইরাস এর আপডেট সৌদিতে আজ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৫৯৩ জন এখন পর্যন্ত সৌদি আরবে মোট করোনা আক্রান্ত হয়েছে ০৩ লাখ ২৮ হাজার ১৪৪ জন আক্রান্তদের মধ্যে থেকে আজ নতুন করে মারা গেছেন ৩০ জন সব মিলিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত মারা গেছে ০৪ হাজার ৩৯৯ জন। 

আর আক্রান্তদের মধ্যে থেকে আজ নতুন করে সুস্থ হয়েছেন ১২০৩ জন এখন পর্যন্ত সব মিলিয়ে সুস্থ হয়েছে ০৩ লক্ষ ০৭ হাজার ২০৭ জন।

বর্তমানে সৌদেতে করোনায় আক্রান্ত রোগী আছে ১৬ হাজার ৫৩৮ জন। এই চিলো সৌদি থেকে পাওয়া আজকের চারটি গুরুত্বপূর্ণ খবর। 

খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন।




Post a Comment (0)
Previous Post Next Post