আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যদিও করোনার কারণে বর্তমানে অনুপ সৌদি প্রবাসী ভাইয়ের মনের অবস্থা ভালো নেই তারপরে সবাইকে দেব বলব ধৈর্য ধরুন আল্লাহর উপর ভরসা রাখুন তুমি একটা পথ দেখিয়ে দিবেন আপনাকে যেটা করতে হবে সেটা হল তার উপর আস্থা রাখতে হবে ধৈর্য ধরতে হবে।
ঝুমুর বারী নামে যে একটা ইউটিউব চ্যানেল রয়েছে তার সেই নিউজ চ্যানেলে গতকাল একটি নিউজ শেয়ার করেছেন সেটি হলো তিনি বলেছেন যে নাকি ১৭ সেপ্টেম্বর থেকে আন্তর্জাতিক ভাবে ফ্লাইট চালু হচ্ছে সৌদি থেকে এটা নিয়ে সবার ভেতর এখন অনেক ধরনের বিভ্রান্ত শুরু হয়ে গেছে কেউ বলতেছে নিউজটি সত্য কত তারিখ থেকে শুরু হবে আবার কেউ বলতেছে এটি একদম ভুয়া খবর।
আপনার এখানে কোনটা বেছে নেবেন আমি আপনাদেরকে যেটাই বলবো সেটা হলো আপনাকে বেছে নিতে হবে এটি সম্পূর্ণ ভুয়া খবর যদি কখনো এরকম নিউজ আসে যে সৌদি ওদের সাথে আন্তর্জাতিক ফ্লাইট চালু হচ্ছে বিশেষ করে বাংলাদেশের সাথে তখন কিন্তু দেখবেন ফেসবুক বলেন সোশ্যাল মিডিয়া বলেন সবকিছু একদম উল্টে পাল্টে যাবে নিউজটি সবাই করে থাকবেন।
তাই এটাই মাথায় রাখবেন যে কখনো যদি আন্তর্জাতিক ফ্লাইট চালু হয়ে গেছে এরকম কোন নিউজ আসে তাহলে আপনাকে ১০০% নিচ্ছিত থাকতে হবে এটি কিন্তু আপনি সব পত্রিকা ইউটিউব চ্যানেল ওয়েবসাইটে এই নিউজ পাবেন।
আন্তর্জাতিক ফ্লাইট চালু হওয়া না হওয়া নিয়ে আরব নিউজ সৌদি আরবের সব চাইতে আরো একটি প্রভাবশালী পত্রিকা সৌদি গেজেট, সৌদি-এক্সপ্রেট এগুলো কিন্তু সব সময় সৌদি আরব রিয়েল নিউজ গুলো দিয়ে থাকে।
এরকম কোন নিউজ যদি আসে আন্তর্জাতিক ফ্লাইট চালু হয়ে গেছে তখন আপনারা কিন্তু সবাই জানতে পারবেন তাই এ ব্যাপারে কারো কোন ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে বিভ্রান্ত হবেন না যদি ওরকম করো চ্যানেলের ভিডিও দেখে থাকেন তাহলে আগে পুরো চ্যানেলে গিয়ে তার নিউজ দেখবেন সে আসলে কি বলেছে আন্তর্জাতিক ফ্লাইট কি চালু হবে না কি হতে পারে।
আর ঝুমুর বারী কথা কিভাবে বলব আপনারা কিন্তু এর আগেও জানেন ঝুমুর বারী নামের যে ইউটিউব চ্যানেল রয়েছে সে কিন্তু অনেক ধরনের আগে থেকেই মিথ্যাচার করে আসছে কিছুদিন আগে কাতার নিউজ নিয়ে একটা নিউজ করল সে সেখানে বলা হয়েছে যে কাতারের কোন জায়গা দেখতে পারবেনা এটা আসলে একজনের বিভ্রান্তিকর না তাই আপনাদেরকে বলবো যেকোনো নিউজ যদি পড়েন বানিয়ে যদি দেখেন তাহলে দেখবেন একই নিউজ সব চ্যানেল বা ওয়েবসাইটে করে কিনা যদি তারা একই নিউজে করে থাকে এসব সাইটে তখন আপনাকে সেটা ১০০% দিয়েন করতে হবে।
তিনি সৌদি বিষয়ক একটি নিয়োগ করেছিলেন যেখানে সৌদি আরব সাথে কথা বলে নাই যে যে সকল প্রবাসী ভাইদের ভিসা আকামা মেয়াদ শেষ হয়ে যাবে তারা আজ সৌদি আরবে কখনো ঢুকতে পারবেন না কিন্তু সেখানে জুমুর বারী নামের ইউটিউব চ্যানেল তারা নিউজ করেছে যে কোন প্রবাসীদের আকামা ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তারা আজীবন সৌদি আরবের প্রবেশ করতে পারবেন না এরকম যদি কোন প্রবাসী দেখে তখন তার মনের অবস্থা কি হতে পারে একমাত্র এর যাদের হয়েছে তারাই বলতে পারবে সেটা আপনি আমি কখনো বলতে পারব না।
ঝুমুর বারী ইউটিউব চ্যানেল আপু আপনাকে বলতেছি মানুষকে বিভ্রান্তিকর তথ্য দিবেন না ইউটিউব থেকে যে টাকাগুলো ইনকাম করবেন সেগুলো হারাম করবেন না আপনি একটি লোগো দিয়ে দিলেন একটি থাম্বেল দিয়ে দিলেন সেখানে লিখলেন এইভাবে একথা ওটা দেখে অনেক মানুষ আপনার ভিডিওতে যায় আপনার নিউজটি দেখে কিন্তু এখানে মিথ্যা নিউজ দিবেন না সবাইকে সম্পূর্ণভাবে সত্য নিয়োগ দেওয়ার চেষ্টা করবেন সেটা আপনার ভালো হবে যারা দেখবেন তাদের ভালো হবে মিথ্যা নিউজ এর কারণে অনেক সময় অনেক জন বিভ্রান্ত হয়ে যান কি করবেন তখন মাথায় আসে না এমনিতে প্রবাসী ভাইদের অবস্থা এখন আর আগের মত নেই যতদিন বাচতে সবার মন ভারী হয়ে যাচ্ছে।
সবাইকে অনুরোধ করব নিউজটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন হয়তো আপনি আপনার একটি শেয়ারের কারণে অন্য এক প্রবাসী ভাই বিভ্রান্ত থেকে বেঁচে যাবে।
তবে আমরা কখনও ভুয়া নিউজ দিনা অনেক জনেই আমাদেরকে গালি দিয়ে থাকেন সত্য নিউজ দেওয়ার কারনে।
আসলে আমরা নিউজ Arab News পড়ে যাচ্ছি সত্যতা এটাই বলব এটা আপনার কাছে ভালো লাগে আর খারাপ লাগবে আপনার কাছে খারাপ লাগবে অন্যজনের কাছে হয়তো এটি বেশি ভালো লাগবে আপনি গালি দিবেন সে হয়তো মন থেকে দোয়া করবে।
সে প্রত্যাশা নিয়ে আমরা নিউজ করে যাচ্ছি।
নিউজটির ভিতরে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে লেখার ভিতর তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন অনেক সময় উচ্চারণ ঠিকমতো আসে না যার কারণে সঠিক বাক্যটি আসেনা নিষ্ঠুরতার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।