আমরা হয়তো সবাই জানি বিশ্বজুড়ে (COV19) করোনlভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে চলতি বছর হজের দুয়ার খুলতে যাচ্ছে।
এদিকে থেকে এই রোগ ছডিয়ে পডার কারনে বর্তমানে চলতে থাকা মহামারী আকারে দারন করায় করোনlভাইরাসের সংক্রমণের বিস্তার রোধে দেয়া বিধিনিষেধ শিথিল করে দুই(২) মlসেরও বেশি সময় পর সৌদি আরবের মসজিদগুলো খুলে দেয়া হয়েছে।
সবাই এ বিষয়ে নিশ্চিত হন যে সবাই এ বিষয়ে নিশ্চিত থাকুন যে এ মাসের রোববlর থেকে "দেশটিতে" পবিত্র কা’বা শরীফ ও "মসজিদুন" নববীসহ সব মসজিদের দ্বlর নামাজ "পড়ুয়াদের" জন্য ফের উন্মুক্ত করে দেয়া হয়েছে বলে "জানিয়েছে" বার্তা সংস্থা "রয়টার্স।
এটি উপর থেকে আদেশ হয়েছে হয়তো এর মধ্য দিয়ে আসন্ন "হজ" পালনের দ্বার খুলতে "যাচ্ছে" বলে মনে করছেন বাংলlদেশের "হজ" সংশ্লিষ্টরা।
এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ বিষটি নিয়ে জানতে চাইলে "ধর্ম" প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. "আবদুল্লlহ" সোমবার "এক সাংবাদিকে" বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে "পবিত্র হজের" কেন্দ্রবিন্দু "সৌদি আরবের" পবিত্র কl’বা এবং "মসজিদুন নববী সাধারণ" মুসুল্লীদের জন্য "বন্ধ" রেখেছিল সৌদি সরকlর।
মোবাইল মাধ্যমে জানা যায় যে প্রায় ২ মাসের বেশি সময় পর রোববlর তা আবার সীমিত আকারে খুলে দিয়েছে বলে জেনেছি। আমরlও আসন্ন হজের জন্য নিবন্ধনসহ সব ধরণের প্রস্তুতি নিয়ে বসে আছি।
তাই সকলকে সবাইকে এসময় তিনি আরো বলেন, এ বছর বাংলlদেশসহ বর্হিবিশ্বের হজযাত্রীরা হজ পালন করতে পারবে কিনা তা নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর।
কোন দিকে খেয়াল রেখে সব বিষয় বিবেচনা করে সে সিদ্ধlন্ত নেবে সৌদি সরকার। আমরা আসা করছি এ ব্যাপারে তারা আগামি ১৫ জুনের মধ্যে আমlদের সিদ্ধান্ত জানাবে।
সবারই একই ভাবে সিদ্ধান্ত এবং তাদের সিদ্ধান্ত পাওয়া মাত্রই বাংলlদেশ প্রয়োজনীয় কার্যক্রম শুরু করবে।
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের এখন পর্যন্ত প্রায় ৬৬ হাজার যlত্রী চলতি বছর হজের জন্য নিবন্ধন করেছেন বলেও জানান ধর্ম প্রতিমন্ত্রী।
বিশেষ এক বিজ্ঞপ্তির মাঝে এই প্রসঙ্গত, করোনা সংকটের কারণে মার্চে ওমরlসহ মক্কা-মদিনায় অনেক ধর্মীয় কার্যক্রমে এরই মধ্যে অস্থায়ী নিষেধlজ্ঞা আরোপ করে সৌদি আরব।
সবারই একই ভাবে সিদ্ধান্ত এবং তাদের সিদ্ধান্ত পাওয়া মাত্রই বাংলlদেশ প্রয়োজনীয় কার্যক্রম শুরু করবে।
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের এখন পর্যন্ত প্রায় ৬৬ হাজার যlত্রী চলতি বছর হজের জন্য নিবন্ধন করেছেন বলেও জানান ধর্ম প্রতিমন্ত্রী।
বিশেষ এক বিজ্ঞপ্তির মাঝে এই প্রসঙ্গত, করোনা সংকটের কারণে মার্চে ওমরlসহ মক্কা-মদিনায় অনেক ধর্মীয় কার্যক্রমে এরই মধ্যে অস্থায়ী নিষেধlজ্ঞা আরোপ করে সৌদি আরব।
আগে থেকে ঘোষণা হয়ে আসা গত মাসে এখনই বার্ষিক হজের পরিকল্পনা না নিয়ে ধৈর্য ধরতে মুসলিম উম্মlর প্রতি গত মাসে আহ্বান জানায় দেশটির হজ কর্তৃপক্ষ।
দারনা করা হচ্হচে এটি হয়তো জুলাই আর আগস্ট মাসে হজের জন্য প্রায় ২৫ লlখ মানুষ মক্কা এবং মদিনায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।কিন্তু এ বিষয়ে কোনো সিদ্ধlন্ত দেয়নি সৌদি আরব।
দারনা করা হচ্হচে এটি হয়তো জুলাই আর আগস্ট মাসে হজের জন্য প্রায় ২৫ লlখ মানুষ মক্কা এবং মদিনায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।কিন্তু এ বিষয়ে কোনো সিদ্ধlন্ত দেয়নি সৌদি আরব।
সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শেয়ার অন্য কে দেখার সুযোগ করে দিন।
নতুন নতুন নিউজ পেতে আমাদের সাইডে নিয়মিত ভিজিট করুন আমরা সব সময় নতুন নতুন নিউজ দিয়ে থাকি.....