সর্বশেষে Saudi Arab সৌদি আরবের স্ট্যাম্পিংকৃত ভিসা বাতিলের বিস্তারিত এ পর্যন্ত যা কিছু জানা গেছে.
সবার স্বার্থে সব কিছু জানালো হল:-
- গত ১৮ মার্চ Saudi Arab সৌদি আরবের রাজকীয় ডিগ্রী জারি হয় যে, ১৮ মার্চ থেকে স্ট্যাম্পিংকৃত প্রাইভেট সেক্টরের Visa/ ভিসা বাতিল করা হবে!!!
- স্ট্যাম্পিংকৃত সকল ধরনের ভিসা/ Visa বাতিল করার অপসন #জাওয়াজাত চালু করেছে... i
Real/ আসলেই বিস্তারিত হলঃ স্ট্যাম্পিংকৃত কোন ভিসা/ Visa অটো বাতিল হবে নাহ।
যদি নিয়োগকৃত কোম্পানী, হাউজ ভিসার কপিল বা ব্যাক্তিগত ভিসার/ Visa কপিল যদি বাতিল করতে আবেদন করে সেক্ষেত্রে সুযোগ আছে।
সেক্ষেত্রে Saudi Arab সৌদি আরবের #জাওয়াজাত থেকে উক্ত ভিসা বাতিল বাবদ ২ হাজার সৌদি রিয়াল, শুধু কপিল পাবেন। এছাড়া অতিরিক্ত কোন অর্থ $ ব্যাক্তি বা এম্ভাসি থেকে প্রদান মোটেও হবে নাহ। এ তথ্য Saudi Arab সৌদি আরবের জাওয়াজাত থেকে প্রদত্ত।
- সুতরাং ভিসা/ Visa বাতিল হবে নাহ, যদি কিনা আপনার নিয়োগকর্তা বাতিলের আবেদন না করেন,
আপনারা কেয়ো এ বেপারে বয় পাবেন না কারন ভিসার কোন সম্যসা হবে না আসা করি.
- এবং এছাড়া ২৫ই ফ্রেব্রুয়ারি থেকে ২৪ শে মে পর্যন্ত যে সকল ভিসার/ Visa মেয়াদ শেষ হবে তাদের সে সকল দেশের সৌদি Saudi এম্ভাসি থেকে ৫o-১oo $ ডলার প্রদান করে পুনরায় o৩ মাসের ভিসা/ Visa এক্সটেনশন করে নিতে পারবেন।
-তাই আপনাদের সকল কে Total বিষয়টি ভালোভাবে না জেনে ম্যানপাউয়ার সেক্টরে গুজব না রটানোর জন্য অনুরোধ করা হল।
এতে হয়তো Probashe থাকা অসংখ্য রেমিটেন্স যোদ্ধার স্বপ্নের মৃত্যু ঘটতে পারে আপনার কারনে।
-সবাইকে শেয়ার করার জন্য অনুরোধ করা হল।
আমাকে এ বিষয়টি সৌদি ট্রাভেলস এজেন্সি থেকে জানানো হইসে কতটুকু সটিক 💯 জানাবেন কারো জানা তাকলে