বিমান চলাচলের সকল যাত্রীদেরকে আগামী 1 আগস্ট থেকে দিতে হবে নিরাপত্তা ও উন্নয়ন ফি! বিস্তারিত পড়ুন



বাংলাদেশের অভ্যন্তরীণ অথবা যেকোনো আন্তর্জাতিক ফ্লাইট ব্যবহার করলে আগামী মাসের আগস্টের 1 তারিখ থেকে সকল যাত্রীদেরকে বিমানবন্দর উন্নয়ন ও নিরাপত্তা ফি সকল যাত্রীদেরকে দিতে হবে, এবং তা বাধ্যতামূলক করা হয়েছে। 
সকল যাত্রীরা এই ফি দিতে বাধ্য থাকিবেন।

বিমান চলাচলের সকল যাত্রীদেরকে আগামী 1 আগস্ট থেকে দিতে হবে নিরাপত্তা ও উন্নয়ন ফি!   

বেসামরিক বিমান কৃর্তপক্ষ, বিমান চলাচলের উপর ভিত্তি করে গতকাল (22 জুলাই বুধবার) এই বিষয়ে আদেশ জারি করেছেন। সেবার মান বৃদ্ধি ও বিমানবন্দর গুলো অবকাঠামো উন্নয়নে এবং বিমান চলাচলের মূল বিমানবন্দর গুলির যাত্রী নিরাপত্তা অবকাঠামো উন্নয়নের কারনে সকল যাত্রী দের কে এই ফি বাধ্যতামূলক  করা হয়েছে, যা দিতে সবাই বাধ্য থাকিবেন।

যে সকল যাত্রীরা সার্কভুক্ত দেশগুলি দমন করবেন এক্ষেত্রে যাত্রী নিরাপত্তা ফি দিতে হবে সবাইকে দিতে হবে ৬ ডলার করে এবং বিমানবন্দর উন্নয়নের জন্য জনপ্রতি 5 ডলার করে। 

তবে যে সকল যাত্রীরা বেসমরিক বিমানে চলাচল করবেন, বেসামরিক বিমান কর্তৃপক্ষ তাদের বিষয়ে বলেছেন যত জন যাত্রী যতবারই বিমান চলাচল করেন সকল চলাচলের উপর প্রতি জনকে,
 বিমানবন্দরে যাত্রী নিরাপত্তা জন্য  দিতে হবে 70 টাকা করে এবং বিমান উন্নয়নের জন্য কি দিতে হবে সকল যাত্রীকে 100 টাকা করে।


তবে যে সকল যাত্রী সার্কভুক্ত নন সে সকল যাত্রী দের কে ডাবল ফি গুনতে হবে।
তাদের বিষয়ে বিমানবন্দর থেকে বলা হয়েছে সকল যাত্রী দের কে জনপ্রতি যাত্রী নিরাপত্তার জন্য 10 ডলার করে এবং বিমান বন্দর উন্নয়ন হিসেবে সকল যাত্রীকে দিতে হবে আরো 10 ডলার করে। ( এসকল ফি দেওয়া বাধ্যতামূলক। ) 

মোঃ মোজাম্মেল হোসেন বেসিকের মহাপরিচালক এর স্বাক্ষর করা  আদেশ টি  ইতি মধ্যে বিদেশি এবং বাংলাদেশের সকল ধরনের ছোট বড় সব 
এয়ার লাইন্সগুলো তে পাঠিয়ে দিয়েছেন বাংলাদেশ বিমান বন্দর কৃর্তপক্ষ।


Note:আমাদের নিউজ এর যদি কোন ভুল হয় সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন নিউজটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন
Post a Comment (0)
Previous Post Next Post