আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন যদিও বর্তমানে মহামারী কারণে কোন প্রবাসীর এই ভালো নেই বিশেষ করে মধ্যপ্রাচ্যের সৌদি আরব কাতার কুয়েত ও ওমানের প্রবাসী শ্রমিকদের বর্তমানে খুব ভয়াবহ ভাবে দিন কাটাচ্ছেন।
রিয়াদের একটি কফি হাউজ রেস্টুরেন্টে কিছু শ্রমিক নিয়োগ দেওয়া হবে।
অনেকেরই চাকরি হারিয়ে বেকার হয়ে আছেন আবার কিছু কোম্পানিতে প্রবাসী শ্রমিকরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন কিন্তু কোন বেতন পাচ্ছেন না যার ফলে সকল প্রবাসীরা এখন খুব কষ্টের সাথে দিন কাটাচ্ছেন [প্রবাস নিউজ] থেকে আমরা.
এই প্রথম চাকরির কোন নিউজ দিতেছি কোম্পানির নাম এবং নাম্বার থাকবে অবশ্যই আগে যোগাযোগ করবেন কোম্পানির দেওয়া নাম্বারে।
সৌদি আরবের শহর রিয়াদের একটি কফি হাউস ও রেস্টুরেন্ট এ কিছু সংখ্যক কর্মী নিয়োগ দেওয়া হবে।
তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে সকল শ্রমিক রা কাজ করতে আগ্রহী তাদেরকে অবশ্যই আকামা ও নতুন পাসপোর্ট এর অধীনে হতে হবে। কাজে কোন সমস্যা হবে না অবশ্যই কোম্পানির সাথে যোগাযোগ করে নিবেন।
আপনাকে অবশ্যই কোম্পানিতে বাধ্যতামূলক কাজ করতে হবে 9 ঘন্টা ওভারটাইম কাজ করারো সুযোগ রয়েছে।
কোম্পানি থেকে বেতন ধার্য হয়েছে 1100 রিয়াল।
(ওভারটাইম কোম্পানির সাথে কথা বলার পর সত্য সাক্ষেপে হতে দেওয়া হবে)
কোম্পানির পক্ষ থেকে আপনাকে খাওয়া এবং থাকার সুযোগ দেওয়া হবে। এবং কোম্পানি থেকে আকামা ও টিকেট দেওয়া হবে।
প্রতি সপ্তাহে একদিন তোদের ছুটি থাকবে।
তাই সবাইকে কোম্পানির দেওয়া এই,,
008801818456134
00966532424624
নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল যত তাড়াতাড়ি পারেন এই নাম্বারে যোগাযোগ করেন।
সবাই ভাল থাকুন সুস্থ থাকুন নিজেদের খেয়াল রাখুন।