সৌদি আরবে চাকরি জীবীদের জন্য (স র কা রি) ছুটি 24 জুলাই থেকে দুই (২) সপ্তা' দার্জ করা হয়েছে।
আসন্ন ঈদকে সামনে রেখে ঈদুল আযহা' উপলক্ষে মধ্যপ্রাচ্যের আরব দেশে (স র কা রি) খাতে সকল কর্মকর্তা- কর্মচারী দুই (২) সপ্তাহের জন্য সকল প্রতিষ্ঠান থেকে ছুটি পেতে যাচ্ছেন।
সৌদি আরবে ঈদের ছুটি সরকারি ১৪ দিন এবং বেসরকারি ৪ দিন।
গতকাল বিশে জুলাই সোমবার সৌদি আরবের প্রেসিডেন্সি থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বৃহস্পতিবার আগামী 23 তারিখ বৃহস্পতিবার সকল (স র কা রি) সৌদি আরবে সকল কর্মকর্তা কর্মচারীদের কাজ শেষ হওয়ার পর থেকে সৌদি আরবে এ ছুটি শুধু হবে।
কর্মকর্তা- কর্মচারীগণ দুই (২) সপ্তাহ ছুটি শেষ করে আগামী আগস্ট মাসের 9 তারিখ এ আবার কর্মস্থলে সবাই যোগ দিবেন।
সৌদি আরবের প্রেসিডেন্সি থেকে এই বিজ্ঞপ্তি থেকে আরো বলা হয়েছে সৌদি আরবে থাকা যে সকল প্রবাসী চাকরিজীবী বা অন্য প্রতিষ্ঠানে কাজ করা (স র কা রি) প্রতিষ্ঠান ব্যতীত অন্য সকল কর্মকর্তা কর্মচারীগণ ঈদুল আযহা উপলক্ষে ছুটি পাবেন ৪ দিন। আগামী 29 শে জুলাই শুরু হয়ে শেষ হবে আগস্ট মাসের ২ তারিখে। (ছুটি পাবে ৪ দিন)।
সৌদি আরবে ধর্ম মন্ত্রণালয় এর তথ্য অনুযায়ী জিলহজ মাসের চাঁদ দেখা অনুযায়ী সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে আগামী 31 শে জুলাই। সারা বিশ্বের মুসলমানদের কাছে ঈদুল আযহা দ্বিতীয় বৃহত্তম উৎসব এটি। ঈদের নামাজ শেষ করে সবাই পশু কোরবানি দেয়ার মাধ্যমে কুরবানী করা মহত্ব ও ত্যাগের মহিমা মুসলিমরা পরীক্ষিত করা হয়।
এবার কোরবানি ঈদের জন্য সৌদি আরবে কিছু প্রাইভেট সেক্টর এ পশু কুরবানির ব্যবস্থা করা হয়েছে মহামারি করোনা কোভিড়-১৯ ভাইরাস এর কারণে পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে দেশটির ধর্ম মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিছু দিকনির্দেশনা আসতেছে কিছুদিনের মাধ্যমে।
নিউজটা ফেসবুকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।
সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এবং নিজের খেয়াল রাখুন সব সময় প্রবাসীদের নিউজ পেতে আমাদের সাইট ভিজিট করুন।