মঙ্গলবার থেকে সৌদি আরব প্রবাসী দের যাওয়া, আসা নিয়ে বলা হয়েছে এই তারিখ ওই তারিখ ফিরিয়ে আনা, ফিরিয়ে নেয়া নিয়ে যে নিউজ ভাইরাল হয়েছে। এ নিউজ টা আসলে কতো টুকু সত্যি বা এটি কি আদো বাংলাদেশ দূতাবাসের তথ্য কিনা সে বিষয়ে, রিয়াদ এ থাকা বাংলাদেশ এর দূতাবাসের হয়ে মামুনুর রশিদ স্যার এর পক্ষ্য থেকে কিছু বিস্তারিত।
গত মঙ্গলবার 21 শে জুলাই সৌদি আরব থেকে আসা যাওয়া নিয়ে যে নিউজটি প্রচার করা হয়েছে এটি সৌদি আরব সিভিল এভিয়েশনের এর পক্ষ থেকে প্রকাশ করা হয়নি বিষয়টি নিশ্চিত করেছেন মামুনুর রশিদ। তিনি বলেন এই নিউজ টিতে যে বলা হয়েছে আসা যাওয়ার সময় তারিখ যতগুলো দেওয়া হয়েছে সম্পূর্ণ বুয়া/বান্ট। এটি সৌদি আরবে এর পক্ষ থেকে বলা হয়নি।
এই বিষয়ে তারা আরও জানিয়েছেন আন্তর্জাতিকভাবে সকল দেশের সাথে ফ্লাইট চলাচল এর সুনির্দিষ্ট তারিখ তাদের দেশ থেকে এখনো বলা হয়নি। এই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে দেশটির সর্বোচ্চ লেভেলে [স্বাস্থ্য ও রাষ্ট্র মন্ত্রণাল] এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন।
বর্তমানে চলমান সারাদেশের সাথে আন্তর্জাতিকভাবে প্লাইট বন্ধ রয়েছে সেটিও দেশটির সর্বোচ্চ সংস্থা কাজটা মন্ত্রণালয় এর থেকে দেয়া হয়েছে।
এ ব্যাপারে আরো সংবাদ গহনের জন্য কৃর্তপক্ষের অফিসিয়াল সোর্স সৌদি সিভিল এভিয়েশন থেকে আরো বিস্তারিত জানতে বলা হয়েছে।
চলমান সংকটের কারণে সৌদি আরব থেকে যে সকল প্রবাসী শ্রমিক ভাইয়েরা ও বোনেরা ছুটিতে এসে ছুটি শেষ হওয়াতে আবার সৌদি আরবে যেতে পারতেছেন না তাদেরকে ফেরানোর ব্যাপারে দেশটির থেকে এখনো কোনো তথ্য পাননি জানিয়েছেন বাংলাদেশ দূতাবাস।
এ বিষয়ে যদি কোন নিউজ প্রকাশিত হয় সেটি সত্য নয়,।
যদি কোন সঠিক নিউজ আসে তাহলে বাংলাদেশের দূতাবাস থেকে তা যানানো হবে।
বাংলাদেশ দূতাবাস, রিয়াদ
মামুনুর রশিদ
(২২ o৭ ২o২o)
সবাই ভালো থাকুন সুস্থ থাকুন
StayatHome