২ অক্টোবর ২০২০- সৌদির করোনার সর্বশেষ সংবাদ

 


আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগতম আলোচনায় রয়েছে সৌদির আজ সকালের ব্রিকিং নিউজ 


করণায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে তিন লক্ষ 35 হাজার 97 জন সৌদির গত 24 ঘন্টার সর্বশেষ করোনার আপডেট খবর নিয়ে বিস্তারিত।


পুরো নিউজটি  দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ রইল।


সৌদি আরবে এখন কমছে  করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে সর্বশেষ গত 24 ঘন্টায় 492 জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 03 লক্ষ 35 হাজার 97 জন, তাছাড়া সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আরও জানানো হয়েছে যে আক্রান্তদের মধ্যে থেকে গত 24 ঘন্টায় 592 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এনিয়ে সর্বমোট 3 লক্ষ 19 হাজার 746 জন করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন।


অন্যদিকে গত 24 ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 26 জন।


সব মিলিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত 4 হাজার 794 জন করোনায় আক্রান্ত রোগী মারা গেছেন।


পলে সৌদিতে এখন করোনা আক্রান্ত রোগী আছে 10 হাজার 557 জন যে সকল যুগেই এখন হাসপাতালে ভর্তি আছে তাদের মধ্যে 993 জনের অবস্থা আশঙ্কাজনক।


তাদের কে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালের আইসিইউতে ভর্তি করে রাখা হয়েছে আর বাকিদেরকে স্বাভাবিক।


 চলুন এবার জেনে নেয়া যাক গত 24 ঘন্টায় সৌদি আরবের যে সকল এলাকা তে উল্লেখযোগ্য সংখ্যক করণায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে তাহলো 


মদিনাতে 55 জন 

ইয়ানবুতে 52 জন

জেদ্দাতে 39 জন 

মক্কাতে 39 জন 

দাহারানে 27 জন

আপুপে ২৬ জন 

রিয়াদে ২৬ জন 

গামিস মুসায়েতে ১৭  জন  

আল মুবারাতে ১৫ জন 

হাইলে ১৩ জন 

বেলজুরেসিতে ১২ জন 

দাম্মামে ১১ জন 

আর আর ১১ জন 

নাজরানে ৪ জন 

বিলাসমারে ৭ জন 

ওয়ালি আল দাওয়াচিরে ৭ জন 

আল জুবাইলে ৬ জন 

আল খাপজিতে ৬ জন 

আল নারিয়াতে ৬ জন 

কাতিপে ৬ জন 

আম মাজহাতে ৭ জন 

তাইপে ৪ জন রাস্তেনুতাতে ৪ জন

আল খারাজে ৩ জন 

বাতাদে একজন 

হাফার আল বাতেন একজন 

হলেই সে একজন আদমে 

একজন সহ আরো বেশ কিছু এলাকায় করণায় আক্রান্ত রোগী শনাক্ত করার খবর জানিয়েছে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এখন যেহেতু কমছে রোগীর সংখ্যা। 


তারপরেও সকলে সতর্ক থাকুন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা গুলো মেনে চলুন ছিল সৌদির গত 24 ঘন্টায় করোনার সর্বশেষ আপডেট খবরটি আপনারা দেখছেন তারা সকলেই শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন।


Post a Comment (0)
Previous Post Next Post