নিজেদের দেশে কত জন প্রবাসী পিরে গেলেন সেটা নিয়ে বিস্তারিত কিছু নিউজ


নিজেদের দেশে কত জন প্রবাসী পিরে গেলেন

যে বিষয়টি সবাই কে অবাক  করে দিয়ে সেটি নিয়ে আজকে আপনাদের সাথে নিউজ করবো। 
সবাইকে অনুরোধ করবো নিউজ টি গুরুত্ব দিয়ে কয়েক বার পডার জন্য অনেক সময় মোবাইলে সম্যসার কারনে কিছু কিছু লেখাতে সঠিক লেটার টা আমরা দিতে পারি এর জন্য আপনাদের কাছে আমরা খমা পাত-তি। 

আজকে যে টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো হেড লাইন দেখে আপনারা সবাই বুঝে গেছেন কি বিষয়ে আপানাদের বলবো।    
সৌদি আরব আটকে থাকাদের নিয়ে আসার জন্য যে একটি ফরম ছালু করেছেন সেটিতে বলা হয়েছে যে কি সংখক প্রবাসী কে দেশে পিরিয়ে আনা হবে তবে সেখানে দেখা যায় যে ফরম টিতে রেজিষ্ট্রেশন করে রেখেছে প্রায় ১ লাখ ৭৮ হাজার ৪৫২ সেখানে সৌদিতে থাকা এইসকল প্রবাসী।          
১২ হাজার ৭৯৮ জন কে বিবিন রকমে কিছু ফ্লাইট এর মধ্যমে নিজে দেশে পিরে এসেছে।)

শরীয়ত সরকারের উদ্যোগে সৌদিতে আটকে পড়া সকল প্রবাসী ভাইদেরকে পাঠানোর ব্যাপারে সৌদি সরকার তৎপর রয়েছেন তাই কিছুদিন আগে সৌদি আরবের বিভিন্ন সেক্টরে কিছু কিছু জায়গায় রেজিস্ট্রেশন ফরম চালু করেছিলেন যে দেশে যেতে চান এবং সে ব্যাপারগুলোতে দেখা যায় যে প্রবাসীদের যেভাবে রেজিস্ট্রেশন করেছেন তাদের সবাইকে পাঠানোর সরকারের পক্ষে সম্ভব হচ্ছে না আমি কোন ক্ষেত্রেই এটি আর সম্ভব নয় সকল দেশের আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ।
 যার কারণে এক দেশ থেকে আরেক দেশে যেতে পারছেন না তবে সরকার যারা বিশেষ কারণে পরিত্যাগ করতে চান তাদের জন্য একটি অ্যাপ ওদা একটি অ্যাপ চালু করেছেন যে সকল প্রবাসী বাংলাদেশি ভাবি হন না কেন তাদের মাধ্যমে দেশে ফিরতে চান তারা এই অ্যাপসের মাধ্যমে নিজেদের পাসপোর্ট নাম্বার আমার নাম্বার এবং বিভিন্ন সেক্টরের থাকা কিছু কাগজপত্র নাম্বার দিলে আপনাদের অটোমেটিকলি এড হয়ে যাবে তবে কোনো অবৈধ থাকে এ সুবিধা পাবেন না যে সকল সুবিধা পাবেন তারা সবাই কোম্পানির থাকতে হবে এবং সকল সুবিধা গ্রহণ করতে পারবেন।

এ ফরমটি চালু করার কয়েক দিনের মাধ্যমে সাত থেকে আট দিনের ভিতরে এক লক্ষ ৭৮ হাজার ৪৫২ জন প্রবাসী শনি একটি আবেদন করে দেখেছেন সবাইকে বিশেষ করে সৌদি আরবের সরকারকে হতবাক করে দিয়েছেন সৌদি আরব সরকার এটি খুবই চিন্তিত কারণ বিশ্লেষণ করেছেন তারা হয়তো সবাই বিশেষ কারণে সৌদি আরব ত্যাগ করতে চান যার কারণে সবাইকে পাঠাতে চায় কিন্তু আবার পাঠানোর সম্ভাবনা।

তবে সরকারের পক্ষ থেকে হয়তো কিছু কিছু প্রবাসীদের কে বেছে নিয়ে সেখান থেকে ১২ হাজার এর বেশী  প্রবাসীকে সৌদি আরব সরকার সরকারিভাবে বিদেশে পাঠিয়ে দিয়েছেন এবং আরো কিছু জনকে পাঠাবে বলে ওয়েটিং লিস্ট তৈরি করেছেন কিছুদিনের মধ্যে এসে ওয়েটিং লিস্ট সৌদি সরকারের নিজস্ব ওয়েবসাইটে জানানো হবে এবং সেখান থেকে সবাইকে জানানো হবে যে কারা কারা কোনদিন নিজেদের দেশে যেতে পারবেন।
Post a Comment (0)
Previous Post Next Post