মধ্যপ্রাচ্যের মধ্যে বাংলাদেশের শ্রম ও প্রবাসী দেশ সবচাইতে বড় বাজার হল সৌদি আরব।
কিছুদিন আগেও সরকারের এক সুমারিতে দেখা গেল যে সৌদি আরবে বর্তমানে প্রায় 22 লাখ বাংলাদেশি প্রবাসী সেখানে কাজ করে আসছেন।
মহামারি'র সময়টি পার করতে প্রবাসীদের অনেকেই হিমশিম খাচ্ছেন কেউ কাজ করে টাকা পাচ্ছেন না অথবা কোন প্রবাসীর কোম্পানিতে কাজ না থাকার কারণে কাজ করতে পারতেছেন না বিষয়টি মাথা রেখে সৌদি আরব নতুন একটি প্রবাসীদের জন্য উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছেন।
আর সেটি হল প্রবাসীদের সুরক্ষার জন্য সকল কোম্পানিতে প্রবাসীদের জন্য ইন্সুরেন্স করা সিদ্ধান্ত গ্রহণ করছেন সৌদি আরব সরকার।
ইন্সুরেন্স কি যদিও আরো আগে থেকে কিছু কিছু কোম্পানিতে ছিল তবে বর্তমানে সৌদি আরবের ছোট বড় সকল কোম্পানিতে প্রবাসীদের জন্য এই ইন্সুরেন্স টি চালু করতে যাচ্ছে এতে করে সকল শ্রমিক প্রবাসীদের যেকোনো সময়ে অনাকাঙ্খিত কোন সমস্যা সমাধানের কাজে লাগবে।
আরাম হিউমান রিসোর্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট এর মন্ত্রী মোঃ "আহমেদ আল রাজি' তিনি।
সৌদির অভিভাবক কিং মোহাম্মদ সালমান ও দেশটির বর্তমান প্রিন্স মোহাম্মদ বিন সালমান কে তাদের এই এমন সিদ্ধান্তকে সম্মতি প্রদানের জন্য ধন্যবাদ জানান।
এবং তিনি এই বিষয়টি নিয়ে আরো বিস্তারিত বলেন বর্তমানে সৌদি আরবে প্রাইভেট সেক্টরে যতগুলো বিভিন্ন দেশের শ্রমিক প্রবাসী কর্মচারীরা কাজ করতেছেন তাদের সকল প্রবাসীদের জন্য সুবিধার্থে যাতে করে প্রবাসীদের কোন সময় যে কোন সমস্যার সম্মুখীন হলে ঘুরে দাঁড়াতে পারে সেজন্য ইন্সুরেন্স টি বাধ্যতামূলক চালু করা হচ্ছে।
ইন্সুরেন্স কি চালু করার একটাই কারণ দেখা গেল কোন সময় কোন প্রবাসীর কোম্পানির বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন বা যে কোন সময় থেকে প্রবাসীরা বঞ্চিত হন তবে এই ইন্সুরেন্স এদারায়ে সকল প্রবাসীরা উপকৃত হবেন।
ইন্সুরেন্স সেবাটি বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন দেশটির বড় কোম্পানি কেবিনেট।
ইন্সুরেন্স সেবাটি পেতে কোন প্রবাসীকে নিজেদের পকেট থেকে টাকা দিতে হবে না সকল খরচ বহন করবেন সৌদি আরব সরকার।
সৌদি আরব সরকার প্রবাসীদের ইন্সুরেন্স বাস্তবায়নের বিষয়ে যা যা করবেন তা হলো!
- ইন্সুরান্স কে মনিটর গঞ্জন নীতি নির্ধার করা এবং ইন্স্যুরেন্সের সম্পূর্ণভাবে পলিসি নির্ধারন করাl
- ইন্সুরেন্স এপ্লাই করা এবং প্রয়োজনীয় সকল কন্ট্রোল এবং মেকারনিজম সম্পূর্ণভাবে প্রস্তুত করাl
- সৌদি' আরবে ঢাকা যে সকল প্রাইভেট সেক্টরে প্রবাসী কর্মকর্তা-কর্মচারী দেরকে আলাদা আলাদা ভাবে চিহ্নিত করবে যাতে করে সেই সকল প্রবাসীদের জন্য ইন্সুরেন্স টি এপ্লাই করা/ বা করতে খুব সহজ সহজ হয়ে যাবে।
ফেসবুকে শেয়ার করে সবাই কে দেখার সুযোগ দিন।